ডেভিড বেকহ্যাম: রানির প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের কাতারে

ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক ডেভিড বেকহ্যাম বলেছেন যে তিনি রানি এলিজাবেথের প্রয়ানের শোক সাধারণ মানুষরে সাথে ভাগ করে নিতে চান। রানির কফিন শেষবার দেখার জন্য ব্রিটেনবাসীর অপেক্ষার দীর্ঘ সারিতে দেখা গিয়েছে ফুটবল মাঠের এই জনপ্রিয় বিশ্ব তারকাকে। আরও ১০টা মানুষের মতো তার লাইনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর ঘটনা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এক দুই ঘণ্টা নয়। রানিকে দেখতে টানা ১২ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন তিনি। এ নিয়ে তিনি সাংবাদিকদের বলছেন "তিনি সব মানুষের সাথে মিলে রানির অসাধারণ জীবনকে উদযাপন করতে চান"।