সিঙ্গাপুরের ক্যাং কং রেসিপি - শাক সবজির প্রতি যাদের অনিহা, তারাও চেটে পুটে খাবেন

আবারও সিঙ্গাপুর থেকে বিদেশী একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। তৈরী করছি ক্যাং কং। যারা শাক খেতে পছন্দ করেন না বা একঘেয়ে শাক ভাজি খেতে খেতে অতিস্ট, তারা ক্যাং কং চেটে পুটে খাবেন। কারন, সিঙ্গাপুরে গেলে আমরা কখনই এটা মিস করি না। ৫ মিনিটের কম সময়ে কিভাবে এই অসাধারণ রান্নাটি করা যায়, চলুন এবার সেটাই দেখি।

তৈরী করতে লাগছে -
⚪ কলমি শাক ২ আঁটি
⚪ বাটার ২ টেবিল চামচ
⚪ বড় রসুনের ১০ টি কোয়া
⚪ সয় সস ১ চা চামচ
⚪ ফিশ সস ০.৫ চা চামচ
⚪ গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামচ
⚪ চিলি ফ্লেক্স ১ চা চামচ

〰〰〰〰〰〰〰〰〰〰〰