রোস্টের স্বাদ ভুলে যাবেন স্টার কাবাবের রেসিপিতে সামান্য উপকরণ দিয়ে ঝটপট রোস্টেড চিকেন কারি খেলে

বাসায় হুট করে আসা মেহমানকে যদি অল্প সময় কিছু তৈরী করে চমকে দিতে চান, তাহলে স্টার কাবাব রেস্টুরেন্টের এই রেসিপিটা শিখে নিন। সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে তৈরী করছি দারুন মজার একটা রেসিপি। যেটা খেয়ে আপনার মেহমান রোস্টের স্বাদ ভুলে যাবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপটি শিখে নেই।

তৈরী করতে লাগছে -
⚪ মুরগির মাংস ৫০০ গ্রাম
⚪ টক দৈ ০.৫ কাপ
⚪ টমেটো সস ০.২৫ কাপ
⚪ লবণ ১ চা চামচ
⚪ আদা বাটা ০.৫ চা চামচ
⚪ রসুন বাটা ১ চা চামচ
⚪ গরম মসলার গুঁড়ি ১ চা চামচ
⚪ গোল মরিচের গুঁড়ি ০.৫ চা চামচ
⚪ চিনি ০.৫ চা চামচ
⚪ সরিষার তেল ০.২৫ কাপ
⚪ আরও দিয়েছি: পেঁয়াজ টুকরো, কাঁচা মরিচ, ধনে পাতা কুচি

➡ ঘরে গরম মসলার গুঁড়ি তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন