‘মালকাবানুর দেশে রে’ গানের সঙ্গে বিদেশিদের অসাধারণ নৃত্য ও বিয়ের অনুষ্ঠান | ঈদ ইত্যাদি ২০১২

গ্রামীণ আঁকাবাঁকা মেঠো পথে হঠাৎ দেখা গেল শেরওয়ানি ও পাগড়ি পরে, সঙ্গে চার বেহারার পালকি নিয়ে বর যাচ্ছেন কনের বাড়ি, জীবন সঙ্গীকে নিজ বাড়িতে আনতে। মিষ্টির হাঁড়ি ও ব্যান্ড পার্টি নিয়ে সাথে বরযাত্রী। বিয়ে বাড়িতে পৌঁছানোর পর কনে পক্ষের গেট ধরা, গেটে টাকা নিয়ে বরপক্ষের সঙ্গে কনে পক্ষের বাদানুবাদ থেকে শুরু করে বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সবকিছুই দেখানো হয়েছে বিদেশিদের চমৎকার অভিনয়ের মাধ্যমে। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এমন ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে বিয়ে আয়োজনের অসাধারণ দৃশ্যের এই পর্বটি প্রচারিত হয়েছিলো গত ২০১২ সালের আগস্ট মাসে প্রচারিত ঈদের বিশেষ ‘ইত্যাদির বিদেশিদের পর্বে’। আসলে ইত্যাদিতে গত তিন দশক ধরে নিয়মিতভাবে বিদেশিদের দিয়ে তাদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হয় আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ খেলাধুলা। বিদেশি এই পর্বের পরিসমাপ্তি ঘটে চমৎকার একটি মেসেজের মাধ্যমে। আর বিদেশিদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/ayVd42ZUDZw

Facebook: https://www.facebook.com/HanifSanketFAV
Instagram: https://www.instagram.com/hanifsanketofficial/


Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.

Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.


#ইত্যাদিরবিদেশিপর্ব #ইত্যাদি #গ্রামীণবিয়েরঅনুষ্ঠান #বিদেশিদেরবিয়েরগানওনাচ #hanifsanket #হানিফসংকেত #fagunaudiovision #ফাগুনঅডিওভিশন #fav #ityadi #ittadi #ityadiEidulfitrepisode2012 #ইত্যাদিঈদুলফিতরপর্ব২০১২