গ্রিল চিকেন দিয়ে কাঠি রোলটি স্কুলের টিফিন বা দুপুরের লাঞ্চে নেবার জন্য তৈরী করেছি সামাণ্য উপকরণ দিয়ে

বাসায় মুরগির মাংস আছে? তাহলে দেরী না করে চট পট তৈরী করে ফেলুন গ্রিল চিকেন কাঠি রোল। আমি খাওয়া শুরু করলাম, আপনারা রেসিপি শিখতে থাকুন।

তৈরী করতে লাগছে -
⚪ হাড় চর্বি ছাড়া মুরগির বুকের মাংস ২০০ গ্রাম
⚪ সয় সস ১ টেবিল চামচ
⚪ গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামচ
⚪ বাটার ২ টেবিল চামচ
⚪ সবজি নিয়েছি: ক্যাপসিকাম, শসা, গাজর, পিঁয়াজ, লেটুস
⚪ টমেটো সস ২ টেবিল চামচ
⚪ মেয়োনিজ ৩ টেবিল চামচ

➡ ঘরে লাচ্ছা পরোটা তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন