জার্মান তরুণী ইয়ানার বিশ্বরেকর্ড

ছোটবেলায় কিন্ডারগার্টেনে সব সময়ে চেয়ারের একটি পায়ের উপর ভর করে কাত হয়ে থাকতেন ইয়ানা টেনামবার্গেন৷ এটাকে একটা সমস্যা হিসেবে চিহ্নিত করেছিলেন তার শিক্ষকরা৷ তবে ইয়ানার বাবা সেই সমস্যাকে করে তুললেন সম্ভাবনা৷ আর সেই সম্ভাবনা দিয়ে মেয়ে গড়েছে ইউনিসাইকেলে বিশ্বরেকর্ড৷ বাকিটা দেখেই নিন৷

#ইউনিসাইকেল #জার্মানি #অন্বেষণ

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali