স্লেন্ডার লরিস বাঁচাতে তৎপর সংরক্ষণবাদীরা

দেখতে লাজুক স্লেন্ডার লরিসের জাদুকরী ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করেন কেউ কেউ৷ গর্ভবতী নারীদের জন্য নাকি অমঙ্গল বয়ে আনে এই প্রাণী৷ এমন সব ধারণা আর ঔষধি নানা গুণ আর বিদেশে গবেষণাগারে পাচারের আশায় ভারতের তামিলনাড়ুতে স্লেন্ডার লরিস নিধন চলছিল পুরোদমে৷ অথচ বাস্তুতন্ত্র রক্ষায় লরিসের গুরুত্ব অনেক৷ সংরক্ষণবাদীরা তাই স্লেন্ডার লরিস রক্ষায় নিয়েছেন কিছু বিশেষ উদ্যোগ৷

#স্লেন্ডারলরিস #ইকোবাংলা #ডয়চেভেলে

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali