শহরে বাসার মধ্যে বিশুদ্ধ বাতাস পাবেন যেভাবে

বর্তমানে বিশ্বের অর্ধেক মানুষ শহরে বসবাস করছেন৷ এজন্য অনেক সুবিধাও তারা ভোগ করছেন৷ ঢিল ছোঁড়া দূরত্বেই মিলছে স্কুল, সিনেমা হল, দোকান, কিংবা সুপারমার্কেট৷ কিন্তু সঙ্গে আছে কিছু সমস্যাও৷ সারাক্ষণ উচ্চ শব্দতো আছেই, রাতে তীব্র আলো, আর দূষিত বায়ুর কারণে প্রতিনিয়তই আমরা অসুস্থ হয়ে পড়ছি৷ দূষণ এমন এক বিষয় হয়ে দাঁড়িয়েছে যাকে এখন নগর জীবনের ঘরের বাইরের অনুষঙ্গ বলেই আমরা মনে করি৷ কিন্তু ধীরে ধীরে এই সমস্যা ঢুকে পড়ছে আমাদের ঘরের ভিতরেও৷

#বায়ু #দূষণ #ডয়চেভেলে

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali