ইরুক্কামের অন্যরকম লড়াই

নোনা জলে ঘেরা বঙ্গোপসাগরের পুলিকাট হ্রদে অবস্থিত ইরুক্কাম দ্বীপ৷ এই দ্বীপে আছে উদ্ভিদ আর পশু-পাখি সমৃদ্ধ এক জীববৈচিত্র্য৷ চেন্নাই থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের ইরুক্কাম, শহরের বাসিন্দাদের ছুটি কাটানোর জনপ্রিয় এক গন্তব্য৷ তবে জলবায়ু পরিবর্তন, পর্যটকদের দূষণ ও সরকারের উদাসীনতা এখানকার বাসিন্দাদের জীবন আর তাদের রক্ষা করা বাস্তুসংস্থানকে ফেলেছে হুমকির মুখে৷

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali