হাওরের বাঁধ বারবার ভাঙনের কারণ কী, কতটা সংকটে কৃষকরা?

#Sunamganj #Haor #BBCBangla
একশ এক বছর বয়সী কানাই লাল দাশ বিবিসিকে বলছিলেন, আগে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাঁধ কেটে দিলে হাওরের পানি নদীতে পড়তো, আর এখন পুরো উল্টো চিত্র, নদীর পানি হাওড়ে ঢুকে।
কারণ হিসেবে বছরের পর বছর বাঁধ ভেঙে নদীতে পড়ে নদী ভরাট হয়েও যাওয়াকে দায়ী করেন তিনি।
সুনামগঞ্জের দিরাই এলাকার কৃষকদের অভিযোগ নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ ও সংস্কার না করায় বাঁধগুলো শক্তপোক্ত হবার সময় পায় না তার আগেই বৃষ্টি এবং পাহাড়ি ঢল শুরু হয়।
এসব কারণে বছর বছর বাঁধ নির্মাণ ও সংস্কার করা হলেও তা টেকসই হয় না বলে মনে করেন কৃষকেরা।
তবে স্থানীয় প্রশাসনের দাবী, নদীতে গভীর খাদ থাকায় এসব বাঁধ দুর্বল হয়ে পড়ে, অর্থ সাশ্রয় করতে পরিকল্পনায় এসব খাদগুলো বাদ দেওয়া হয়, ফলে বাঁধের দুর্বলতা থেকে যায়।
সুনামগঞ্জের হাওর এলাকায় বাঁধ ভেঙে ফসলি জমি তলিয়ে যাওয়ায় কী ধরণের সমস্যায় পড়েছেন কৃষকেরা এবং বাঁধ নির্মাণের দুর্বলতাগুলোই বা কী?
বিবিসির শাহনেওয়াজ রকির ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত।

*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ, ক্লিক এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব।
নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: https://www.bbc.co.uk/bengali​​​
ফেসবুক: https://facebook.com/BBCBengaliService​​​
টুইটার: https://twitter.com/bbcbangla

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews

*******************************************