পরোটা পার্সেল | সকালের নাশতা, টিফিন বা মেহমান আপ্যায়নের জন্য ঝটপট নতুন রেসিপি

আপনাদের জন্য একটা ফাঁকিবাজি রেসিপি নিয়ে আসলাম। এক রেসিপি দিয়ে ব্রেকফাস্ট বা টিফিন তো সারতেই পারবেন, আবার চাইলে মেহমান আপ্যায়নেও হতে পারে ভিন্ন ধরণের একটা আইটেম। তৈরী করছি অনেক মজার পরোটা পার্সেল।

কিমা রান্না করতে লাগছে -
⚪ মাংসের কিমা ১ কাপ
⚪ রান্নার তেল ২ টেবিল চামচ
⚪ পিঁয়াজ কুচি ০.৫ কাপ
⚪ কাঁচা মরিচ ৪/৫ টি
⚪ লবণ ০.৫ চা চামচ
⚪ ধনে গুঁড়ি ০.৫ চা চামচ
⚪ জিরা গুঁড়ি ০.৫ চা চামচ
⚪ গরম মসলার গুঁড়ি ০.৫ চা চামচ
⚪ টমেটো সস ২ টেবিল চামচ

〰〰〰〰〰〰〰〰〰〰〰