গ্লেজড্ অরেঞ্জ চিকেন | Bangla Recipe of Glazed Orange Chicken

আমাদের দর্শকরা সবসময়ই আমাদের কাছে নতুন কিছু আশা করেন। আর আমরাও চেষ্টা করি দেশ বিদেশের বিভিন্ন রেসিপি দর্শকদের সামনে তুলে ধরতে। এবার আপনাদের জন্য নিয়ে এসেছি কমলা দিয়ে রান্না করা গ্লেইজড অরেঞ্জ চিকেন রেসিপি। ৩ থেকে চার ধাপে এটা রান্না করতে হয়। কিন্তু জিনিসটা এতো দুর্দান্ত হবে যে শেষ করতে বোধ হয় ৩ মিনিটও লাগবে না। চলুন রুমানার কাছ থেকে রেসিপিটি শিখে নি।

ম্যারিনেশনে লাগছে -
⚪ হাড় চর্বি ছাড়া মুরগির মাংস ২৫০ গ্রাম
⚪ রসুন বাটা ১ টেবিল চামচ
⚪ অরেঞ্জ জুস ২ টেবিল চামচ
⚪ লবণ ১ চা চামচ
⚪ গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামচ

ব্যাটার তৈরী করতে লাগছে
⚪ কর্ণ ফ্লাওয়ার ০.৫ কাপ
⚪ ময়দা ০.৫ কাপ
⚪ লবণ ০.৫ চা চামচ
⚪ গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামচ
⚪ রান্নার তেল ১ টেবিল চামচ

গ্লেজ সস তৈরীতে লাগছে
⚪ ভিনেগার ০.২৫ কাপ
⚪ সয় সস ২ টেবিল চামট
⚪ মধু ১ টেবিল চামচ
⚪ চিনি ১ কাপ
⚪ চিলি ফ্লেক্স ১ চা চামচ
⚪ আদা বাটা ০.৫ চা চামচ
⚪ কর্ণ ফ্লাওয়ার ২ চেবিল চামচ
⚪ পানি ২ চেবিল চামচ

〰〰〰〰〰〰〰〰〰〰〰