ইলিয়াস আলী গুমের দশ বছর: কতটুকু শোক কাটিয়ে উঠতে পেরেছে তার পরিবার? | BBC Bangla

#BBCBangla

দুই হাজার বার সালের সতেরই এপ্রিল বনানীতে নিজ বাসার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় ইলিয়াস আলীকে। দশ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন হদিস পাওয়া যায়নি বিএনপির এই নেতার।

পরিবারের অভিযোগ শুরুতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কোর্ট রিটের কারণে ছয় মাস পরপর তদন্তের অগ্রগতি জানিয়ে একটা রিপোর্ট দিলেও বেশ কয়েক বছর ধরে তাও আর দেওয়া হচ্ছে না।

এদিকে ইলিয়াস আলী গুম হবার গত দশ বছর পরে এসে তার পরিবারের সদস্যরা চেষ্টা করছেন শোক সামাল দিতে, কিন্তু মানুষটি বেঁচে আছে নাকি মারা গেছেন এই নিয়ে দ্বিধার কারণে সব সময় একটা মানসিক অস্তিরতার মধ্যে থাকতে হয় বলে জানান ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির।

তিনি জানান, ইলিয়াস আলীর গুম হবার সময় তার ছেলে মেয়েরা ছোট ছিল, তাই শোককে চাপা দিয়ে সন্তানদের মানুষ করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি, পাশপাশি নেতা-কর্মীদের চাপে স্থানীয় রাজনীতিতেও যুক্ত হতে হয়েছে তাকে।

ইলিয়াস আলীর গুমের দশ বছর পরে এসেও কী ধরণের পরিস্তিতিতে আছে তার পরিবার জানতে দেখুন এই ভিডিওটি।


*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ, ক্লিক এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব।
নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: https://www.bbc.co.uk/bengali​​​
ফেসবুক: https://facebook.com/BBCBengaliService​​​
টুইটার: https://twitter.com/bbcbangla

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews

*******************************************