পবিত্র রমযানে লাইফ ইজি করার জন্য সেহরি ও ইফতারের এত্তগুলা টিপস নিয়ে চলে আসলাম

এই রমযানে লাইফ ইজি করার জন্য সেহরি এবং ইফতারের কিছু কাজ আগে থেকেই গুছিয়ে রাখতে পারেন। কিভাবে কি গোছানো যায় সেই সম্পর্কে আমি বরাবরের মতো আবারও কিছু টিপস্ নিয়ে হাজির হয়ে গেলাম।

উইনার হটপটে খাবার রান্না করে রেখে দিলে ৮ ঘন্টা পর্যন্ত গরম থাকবে। সেহেরি আর ইফতারে আগে থেকেই রান্না করে রমজানে ইজি লাইফ পেতে উইনার হটপট ব্যবহার করতে পারেন। আমার দর্শকেরা ঘরে বসে https://www.othoba.com/winnerbd থেকে উইনার হটপট অর্ডার করতে পারেন। আর rumana30 কুপন কোড ব্যবহার করে উইনার হটপটগুলিতে পেয়ে যাবেন ৩০% মূল্য ছাড়।

রেসিপিগুলির লিঙ্ক -
⚪ হালিমের রেসিপি