লাইভ কিচেন, লাইভ মটকা চা, ঘোরাঘুরি, কেনাকাটা | কোনটা রেখে কোনটা খাবো! আর কোথায় কোথায় ঘুরবো - ২য় পর্ব

বগুড়া শহরের একদম সাথে মম ইন রেসোর্ট। এখনো উন্নয়নের কাজ চলছে, কিন্তু যতটুকু আছে, পরিবার নিয়ে ২ দিন ৩ রাত কাটানোর জন্য যথেষ্ট। এই পর্বে আমি রুম আর বুফে ডিনার দেখালাম। সামনে অন্যান্য বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করবো।

〰〰〰〰〰〰〰〰〰〰〰

সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপিত বিষয়বস্তু উপভোগ করুন। নির্মাতারা সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

〰〰〰〰〰〰〰〰〰〰〰

আমার বিভিন্ন ভিডিওর প্লে লিস্ট
⏩ বাংলাদেশী ভর্তা রেসিপি