প্রাণীর বিষে বিষক্ষয়

যেসব বিষধর প্রাণীর ছোবল, কামড় বা হুল ফোটানোয় আমাদের মৃত্যুও ঘটতে পারে, সেই বিষই আবার আমাদের জীবনও বাঁচাতে পারে৷ মৌমাছির বিষের মেলিটিন টক্সিন স্তন ক্যান্সার প্রতিরোধে কার্যকর, ব্যাঙের চামড়ার গুড়োয় এমন বিষ আছে যা মানুষের হৃদযন্ত্র সক্রিয় করতে পারে৷ প্রাণীর বিষ নিয়ে গবেষণা চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের উন্মোচন করতে পারে৷

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali