পিটল্যান্ড বাঁচাতে আয়ারল্যান্ডের লড়াই

পিট এক ধরনের কয়লা৷ আয়ারল্যান্ডের বড় একটি অংশ জুড়ে পিট জলাভূমি অবস্থিত৷ সহজলভ্য ও দামে সস্তা হওয়ায় এতদিন কারখানা ও বাড়িঘরে জ্বালানির উৎস হিসাবে প্রচুর পিট তোলা হতো এসব জলাভূমি থেকে৷ কিন্তু স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ কার্বন জমা রাখতে পারা এই পিটল্যান্ডগুলোর জল সরানো ও খননের ফলে ব্যাপক মাত্রায় কার্বন ছড়িয়ে পড়ছে পরিবেশে৷ অবশ্য পিটল্যান্ড বাঁচাতে সরকার ও জনগণ হাতে হাত রেখে এগিয়ে এসেছে৷

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali