শর্দি/জ্বর/ঠান্ডায় যাদের মুখের স্বাদ চলে গিয়েছে তাদের জন্য করেছি তেঁতুল মরিচের টক ঝাল মিষ্টি চা

আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকম ঠান্ডা লেগেছে! কোনো কিছু খেতেই ভালো লাগছে না, মুখে কোনো স্বাদও পাচ্ছি না। মুখের টেস্টটাকে চাঙ্গা করতে এখন একটা টক ঝাল মিষ্টি স্পেশাল চা তৈরী করছি!!

তৈরী করতে লাগছে -
⚪ কাঁচা মরিচ ১ টি
⚪ ১ চা চামচ তেঁতুল
⚪ ০.৫ চা চামচ বিট লবণ
⚪ ১ চা চামচ চিনি
⚪ ১ চা চামচ চা পাতা

〰〰〰〰〰〰〰〰〰〰〰