Mon Amar Deho Gori II Behind The Scenes II IPDC Amader Gaan

ক্যামেরার পেছনের গল্পগুলো কেমন হয়?
আমাদের প্রতিটি প্রয়াসের পেছনে থাকে হরেক রকমের গল্প, থাকে অনেকগুলো সঙ্গীতপ্রেমী মানুষের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রম। ‘মন আমার দেহ ঘড়ি' পরিবেশনার অন্তরালেও ছিল আত্মনিবেদনে মুখর সব মুহূর্ত। ইতিমধ্যেই গানটি আপনাদের সবার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে । সব আয়োজনের মত আমাদের এই পরিবেশনাটিকেও ভালোবেসে সাদরে গ্রহণ করে আমাদের প্রয়াসকে সার্থক করবেন এই কামনাই করি ।
Mon Amar Deho Ghori || Streaming Now
Enjoy the Full Song- https://www.youtube.com/watch?v=1F_MEOHWiY0