জেমস বন্ডের নারী স্টান্ট আর্টিস্ট

জেমস বন্ড মানেই দুর্ধর্ষ সব অ্যাকশন৷ আর অ্যাকশন মানেই স্টান্ট আর্টিস্ট৷ খুব কম নায়ক-নায়িকাই বিপজ্জনক সব অ্যাকশনে নিজেরা ঝুঁকি নেন৷ বরং সেসব দৃশ্যে সাধারণত তাদের জায়গায় অংশ নেন প্রশিক্ষিত স্টান্ট আর্টিস্টরা৷ কেবল জেমস বন্ড নয়, ব্ল্যাক প্যান্থার, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স এন্ডগেম সহ বিশ্বের বক্স অফিস কাঁপানো নানা চলচ্চিত্রে হলিউডের সেরা হিরোইনদের বডি ডবল হিসেবে কাজ করেছেন জার্মানির মারি মুরুম৷

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali