শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উড়বে যে যাত্রীবাহী বিমান

শব্দের চেয়ে দ্রুতগামী কনকর্ড বিমান দুই দশক আগেই বিদায় নিয়েছে৷ দ্রুতগামী বিমানের অন্য কোনো বিকল্পও উঠে আসেনি৷ তবে, চেষ্টা আবার শুরু হয়েছে৷ ‘বুম সুপারসনিক’ তৈরি করছে ৬৫ জন যাত্রী বহনে সক্ষম এমন এক পরিবেশবান্ধব দ্রুতগতির বিমান যেটি শব্দের চেয়ে এক দশমিক সাত গুণ বেশি গতিতে চলবে৷ শুধু তাই নয়, সেটি কনকর্ডের তুলনায় সাশ্রয়ী এবং পরিবেশবান্ধবও হবে৷

#সুপারসনিক #যাত্রীবাহীবিমান #অন্বেষণ

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali