আবরার ফাহাদ হত্যা মামলা: বুয়েট ছাত্রের মা 'শুধু ২০ জনের না, সবার মৃত্যুদণ্ড' চান

#AbrarFahad #BUET
বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। কিন্তু সব আসামীরই মৃত্যুদণ্ড চেয়েছেন তার মা। এদিকে এই মামলার সাথে সংশ্লিষ্টরা বলছেন, এই রায় শিক্ষা প্রতিষ্ঠানের নৈরাজ্য ও তা থেকে হত্যাকাণ্ডের ঘটনার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে।

******************************
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla

******************************

@BBC News বাংলা | আবরার ফাহাদ: বুয়েট ছাত্র হত্যা মামলায় 'শুধু ২০ জনের না, সবার মৃত্যুদণ্ড' চান তার মা | T7-ofCalMXE