বাংলাদেশের বিমানবন্দরে গরু, শেয়াল বা পাখি - পাইলটদের কী অবস্থা হয়? | Bangladesh Trending

#BBCBangla
রানওয়েতে বিমানের সাথে ধাক্কা খেয়ে দুই-দুটি গরুর মৃত্যু। সম্প্রতি কক্সবাজার বিমান বন্দরে সংঘটিত ঘটনাটি জন্ম দিয়েছে বিস্তর আলোচনা-সমালোচনা আর বিস্ময়ের। সবার একটাই প্রশ্ন বিমান বন্দরের রানওয়েতে গরু আসে কিভাবে? প্রশ্ন ওঠে বিমান বন্দর ব্যবস্থাপনা নিয়েও।
তবে শুধু কক্সবাজার নয়, গরুকাণ্ডের পর অন্যান্য বিমান বন্দরের অব্যবস্থাপনার চিত্রও ধীরে ধীরে উঠে আসতে থাকে। রাজশাহীতে দেয়াল টপকিয়ে হরহামেশাই ঘাস কাটতে ঢোকে মানুষ। বরিশালে সীমানাপ্রাচীরের নীচে ফাঁকা, রাতে নেই আলোর ব্যবস্থা। সৈয়দপুরে কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে প্রবেশ করে মানুষ আর যশোরে শেয়ালের উতপাত। মোট কথায়, দেশের ৮টি বিমানবন্দরের মধ্যে ৫টিই রয়েছে অনেকটাই অরক্ষিত।
বিমান বন্দরগুলোর যখন এমন হাল, তখন ফ্লাইট পরিচালনা করতে নিশ্চয় সমস্যায় পড়তে হয় পাইলটদের। এ বিষয়ে জানতে ৩০ বছর ধরে বিমান চালনা করছেন এমন একজন পাইলটের সঙ্গে কথা বলি আমরা।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla

@BBC News বাংলা | বাংলাদেশের বিমানবন্দরে গরু, শেয়াল বা পাখি - পাইলটদের কী অবস্থা হয়? | Bangladesh Trending | cy4RSfTHjjc