Yemen War: হুথি বিদ্রোহীদের তীব্র আক্রমণে ঘুরে যেতে পারে যুদ্ধের মোড় | BBC Bangla

#BBCBangla
ইয়েমেনে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। হুথি যোদ্ধারা দু'বছর ধরে মারিব শহর দখল করার চেষ্টা করছে। কিন্তু এবছরের সেপ্টেম্বর মাস থেকে তারা তাদের আক্রমণ তীব্র করেছে।
হুথি যোদ্ধাদের আক্রমণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সৈন্যও নিহত হয়েছে। দেশটিতে যুদ্ধের কারণে ২০১৫ সালের পর থেকে বড় ধরনের মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। উত্তরে হুথিদের একটি গ্রুপ রাজধানী সানাসহ বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে।
এর মধ্যে উদ্বাস্তু প্রায় আট লাখ মানুষ এখন মারিব শহরে। আরো ৪৫ হাজারের মতো এসেছে গত তিন মাসে। পরিস্থিতি দেখতে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক জেরেমি বোয়েন। দেখুন তার রিপোর্ট।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla