ফেসবুক বা মেটা ব্যক্তিগত তথ্য নিলে সেটা ফেসবুকেই পোস্ট দিয়ে ঠেকানো সম্ভব? | BBC Bangla

#BBCBangla #Bangladesh #Trending
কমন একটি পোস্ট দিয়ে সয়লাব ফেইসবুক ওয়াল। বাংলাদেশ তো বটেই, পৃথিবীর অন্যান্য দেশের ব্যবহারকারীরাও গণহারে দিয়েছেন একই পোস্ট। ব্যক্তিগত তথ্য অন্যত্র ব্যবহার করা হতে পারে এমন আশঙ্কায় পোস্ট দিয়ে ব্যবহারকারীরা বলছেন, এমন কাজে তারা অনুমতি দিচ্ছেন না ফেইসবুক বা মেটাকে। বিনা অনুমতিতে তথ্য অন্যত্র ব্যবহার করা হলে এই পোস্টকেই তারা বানাতে চান মামলার হাতিয়ার। যদিও ইতোমধ্যেই ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, বিষয়টি গুজব ছাড়া কিছু নয়। ব্যবহারকারীর তথ্য নিয়ে তা অন্য উদ্দেশ্যে ব্যবহারের কোনো পরিকল্পনা নেই ফেইসবুকের।
কিন্তু আসলেই কি ব্যবহারকারীদের তথ্য অন্যত্র ব্যবহার করে না ফেইসবুক? আর ব্যবহার করেই যদি থাকে, তাহলে এমন পোস্ট দিয়ে কি কোন প্রতিকার মিলবে? একজন ব্যবহারকারীর পক্ষে কি ফেইসবুককে কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব? চলুন জেনে নিই প্রযুক্তি বিশেষজ্ঞ ও সাইবার আইনজীবীরা এ সম্পর্কে কী বলছেন?




আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla