হীরার খনির জন্য ২ লাখ গাছ কাটতে চায় ভারত | BBC Bangla

#BBCBangla
ভারতের মধ্য প্রদেশের বক্সওয়াহা বন অস্তিত্বের হুমকিতে পড়েছে। রাজ্যের সরকার হীরার খনি থেকে হীরা উত্তোলনের জন্য বনের দুই লাখ গাছ কাটার অনুমতি দিয়েছে। ফলে এ বনে থাকা বন্য প্রাণীই শুধু নয়, বনের ওপর নির্ভরশীল হাজার হাজার স্থানীয় মানুষজনও গভীর সংকটে পড়েছে। বিস্তারিত দেখুন বিবিসির নীতিন শ্রীবাস্তবের প্রতিবেদনে।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla