মন্দিরের শহর বারসানার একজন ফটোগ্রাফার- 'সেলফি আমাদের রুটিরুজি কেড়ে নিয়েছে' | BBC Bangla

#BBCBangla
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি জনপ্রিয় মন্দিরের শহর বারসানা। এখানে প্রচুর পর্যটক ও তীর্থযাত্রী আসেন। আর মন্দিরের সামনে তাদের ছবি তুলে দিয়ে জীবিকা নির্বাহ করেন বেশ ক'জন ফটোগ্রাফার। হাতে ক্যামেরা নিয়ে সব সময় তৈরি তারা - ছবি তুলে তা চটজলদি প্রিন্ট করে দেয়ার জন্য।
কিন্তু এখন দর্শনার্থীদের সবার হাতে ক্যামেরা-ওয়ালা মোবাইল ফোন। তারা নিজেরাই নিজেদের ছবি তুলতে পারেন । অনেকে ছবি প্রিন্ট করাতেও চান না, তাদের কাছে ছবি তুলে তা ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করাটাই বেশি গুরুত্বপূর্ণ।
এক জন ফটোগ্রাফার বলছেন, "এখন দুনিয়া হয়ে গেছে ডিজিটাল।"
সে কারণে বারসানার মন্দিরের এই ফটোগ্রাফারদের জন্যে সবই গেছে উল্টো হয়ে। দর্শনার্থীরা আর ক্যামেরাম্যানদের পেছনে ছোটেন না, বরং ক্যামেরাম্যানদেরই লোকের পেছনে ছুটতে হচ্ছে অনুরোধ-উপরোধ করে ছবি তোলার সুযোগ পাবার জন্য।

বিবিসির অংশুল ভার্মার ভিডিও রিপোর্ট।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla