ভারতে আমিষ-নিরামিষ বিতর্ক, বিজেপি কেন খাবারের ওপর নিয়ন্ত্রণ করছে? | Bangladesh #Trending

#BBCBangla
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোম স্টেট গুজরাতে একের পর এক শহরে মাংস-ডিম ইত্যাদি আমিষ খাবারের ছোট ছোট দোকান তুলে দেওয়ার নির্দেশ জারি করা হচ্ছে। ধর্মীয় স্থান, স্কুল ইত্যাদির কাছাকাছি অথবা বড় রাস্তায় ঠেলা গাড়িতে আমিষ খাবারের দোকান দেখলেই পুলিশ সেগুলি তুলে নিয়ে যেতে শুরু করেছে।
যদিও এ নিয়ে বিতর্ক বাঁধায় রাজ্য সরকার বলেছে সকলেই আমিষ খাবার খেতে পারবেন। তবে রাজকোট, বরোদা বা আহমেদাবাদের সিটি কর্পোরেশনগুলি আগের নির্দেশ বাতিল করে নি। ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে আমিষ খাবারের ওপরে বিধিনিষেধ রয়েছে। প্রশ্ন উঠছে কেন মানুষের খাদ্যাভাসের ওপরে নিয়ন্ত্রণ জারি করতে চাইছে বিজেপি সরকারগুলি?


আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla