৪০ বছর ধরে মৃতদেহের হাত, পা'য়ের ছবি তোলেন যিনি | BBC Bangla

#photography#BBCBangla

পরিবারের কেউ মারা গেলে মৃতদেহের হাত, পা’য়ের ছবি, মৃতদেহের সাথে পরিবারের অন্য সদস্যদের ছবি তুলে রাখার একটা চল পুরনো ঢাকার অনেক হিন্দু পরিবারের মধ্যেই রয়েছে।

পেশাদার ফটোগ্রাফার রাজেশ সেন চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই মৃতদেহের ছবি তোলার কাজ করছেন।

সত্তরের দশকে স্টুডিওর সহকারী হিসেবে শুরু করেন কর্মজীবন।

পরে মৃতদেহের ছবি তোলার উদ্দেশ্যেই ফটোগ্রাফি শেখেন।

তিন দশকেরও বেশি সময় স্টুডিওতে কাজ করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের ছবিও তুলতেন রাজেশ সেন।

তবে তার মূল আগ্রহের জায়গা ছিল মৃতদেহের ছবি তোলা।


আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla