সৌরবিদ্যুৎ ব্যবহার হবে ইজিবাইক, ইলেকট্রিক রিকশাতেও | BBC Bangla Click

#BBCBangla #SolarEnergy #CleanEnergy

একটি ডিভাইস ব্যবহার করে সৌরবিদ্যুৎ ভাগাভাগি হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি গ্রামে।
বাংলাদেশি স্টার্টআপ সোলশেয়ারের প্ল্যাটফর্ম 'সোলবাজার' আন্তর্জাতিকভাবে প্রশংসাও পাচ্ছে ব্যাপক।
ব্রিটেনের দ্য আর্থশট পুরষ্কারের জন্য মনোনীত হয় সোলশেয়ারের উদ্যোগ সোলবাজার। । জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বজুড়ে যেসব প্রতিষ্ঠান কাজ করছে তাদের উৎসাহ দেয়ার জন্য ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামসের প্রচেষ্টায় চলতি বছর থেকে চালু হয়েছে দ্য আর্থশট প্রাইজ। আর প্রথম ১৫টি উদ্যোগের মধ্যেই জায়গা করে নেয় বাংলাদেশের সোলবাজার। ফিক্স আওয়ার ক্লাইমেট বিভাগে তিন ফাইনালিসটদের একটি ছিল বাংলাদেশের উদ্যোগ সোলবাজার। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ১০০টি মাইক্রোগ্রিড স্থাপন করে তাদের ডিভাইস স্থাপন করেছে সোলশেয়ার।
বিবিসি ক্লিকের জন্য আফরোজা নীলার প্রতিবেদন

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla