Algorithm: ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম মন বুঝে কীভাবে অটো সাজেশান পাঠায়? | BBC Bangla

#BBCBangla
আজকের দিনে অনলাইনে নানাভাবে জড়িয়ে গেছে আমাদের জীবন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কাছে যেসব তথ্য এসে পৌঁছচ্ছে, সেগুলো ঠিক করে দিচ্ছে কে? কীভাবে বিভিন্ন তথ্য আমার সোশাল মিডিয়া ফিডে এসে হাজির হচ্ছে?
অনেক সময় আমি যা দেখতে চাইছি, তা যেন আমার মন বুঝে আমার মোবাইল স্ক্রিনে বা কম্পিউটারের পর্দায় পৌঁছে যাচ্ছে।
গাড়ি চালানোর সময় স্যাট ন্যাভ বা জিপিএস আমাকে নিয়ে যাচ্ছে গন্তব্যে।
এর পেছনে আছে যে অ্যালগরিদম - তা কাজ করে কীভাবে?
জেনে নিন এই ভিডিওি থেকে।


আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla