Dark Web: ইন্টারনেটের অন্ধকার এই জগতটা কী? কী হয় সেখানে? | BBC Bangla

#BBCBangla
ইন্টারনেটের বড় একটা অংশ আমাদের চোখের আড়ালে লুকানো থাকে, যা ওয়েব দুনিয়ায় পরিচিতি 'ডার্ক ওয়েব' নামে।
নিষিদ্ধ মাদকের কারবারী, কম্পিউটার হ্যাকার, এমনকী ভাড়াটে গুণ্ডারাও সেখানে তাদের কাজের বিজ্ঞাপন দেন আইনের আড়ালে থেকে।
তবে ডার্ক ওয়েব বা ডার্ক নেট কোন কোন ক্ষেত্রে সংবাদমাধ্যমও ব্যবহার করে যেসব জায়গায় কড়া বিধিনিষেধের কারণে তথ্য পৌঁছন যায় না সেখানে তথ্য পৌঁছে দিতে।
কীভাবে কাজ করে এই ডার্ক ওয়েব- দেখে নিন ভিডিওতে।


আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla