নোনা জলের কাব্য: বাংলাদেশি সিনেমা বিশ্বের সামনে যে বার্তা দিল | BBC Bangla

#BBCBangla #Film #NonaJolerKabbo
বাংলাদেশের তরুণ চলচ্চিত্রকার রেজওয়ান শাহরিয়ারের পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ‘নোনা জলের কাব্য’ সোমবার সন্ধ্যায় গ্ল্যাসগোর জলবায়ু সম্মেলনের ভেন্যুতে প্রদর্শিত হয়েছে। কপ-২৬ এর জন্য তৈরি গ্রিন জোনে ছবিটি দেখানো হয়। জলবায়ু পরিবর্তনের জেরে সাধারণ মানুষের জীবন-জীবিকা কীভাবে বিপর্যস্ত হচ্ছে – সেটাই এই ছবির মূল কাহিনী। আর সে কারণেই কপের আয়োজকরা ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেছেন বলে জানান মি শাহরিয়ার। প্রদর্শনী শুরুর আগে শাকিল আনোয়ারের সাথে কথা বলেন রেজওয়ান শাহরিয়ারের সাথে।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla