বাকি চাহিয়া লজ্জা দেবেন না, কিন্তু লজ্জাটা ক্রেতার নাকি বিক্রেতার? | BBC Bangla

#BBCBangla
কথায় আছে, বাকির নাম ফাঁকি। এমন দোকানি নেই বললেই চলে যিনি কখনো বাকি দেননি বা এর ফাঁদে পড়েননি। বাকি নিয়ে প্রায়ই দেখা দেয় বাদানুবাদ। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে মারামারি হাতাহাতি, এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটে। পাড়া মহল্লা কিংবা ক্যাম্পাসের দোকানপাটে এমন কিছু বাকি থাকে যা কখনোই শোধ হয় না, আর এসব পাওনা আদায়ের সাহসও দেখান না দোকানিরা।
বাকি নিয়ে বিচিত্র সব অভিজ্ঞতা আছে ক্রেতা-বিক্রেতা উভয়েরই।


আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla