সুন্দরবনের মানচিত্র থেকে হারাচ্ছে অনেক দ্বীপ, ঠাঁই হারা মানুষ | BBC Bangla

#BBCBangla
জলবায়ু পরিবর্তন নিয়ে যখন গোটা পৃথিবী জুড়ে আলোচনা হচ্ছে, তখন এটি সরাসরি যেসব অঞ্চলে মানুষের জীবন বদলে দিচ্ছে, তারই একটা হচ্ছে সুন্দরবন। বিশ্বের বৃহত্তম এই বদ্বীপের মানচিত্র থেকে অনেক দ্বীপই হারিয়ে গেছে, বা সম্পূর্ণ তলিয়ে যাওয়ার অপেক্ষায়। পশ্চিমবঙ্গে গঙ্গার মোহনার খুব কাছে এরকমই একটি দ্বীপ ঘোড়া মারা। যেখানকার প্রায় সবাইকেই কয়েকবার করে ঠাঁই-হারা হতে হয়েছে, দ্বীপ-ভূমি ছাড়তে হয়েছে কাজের খোঁজে। বিবিসি-র কলকাতা সংবাদদাতা অমিতাভ ভট্টশালী ক’দিন আগেই গিয়েছিলেন সেখানে।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla