COP26: ধনী দেশগুলোর অঙ্গিকারে কতটা ভরসা রাখা যায়? | BBC Bangla

#BBCBangla
গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে প্রায় সমস্ত ধনী দেশের নেতারা একসাথে জড়ো হয়ে অঙ্গিকার করেছেন জলবায়ু পরিবর্তনের মহাদুর্যোগ এড়াতে তারা এবার সত্যিই তৎপর হবেন।
তারা নিজেরা কার্বন নিঃসরণ কমাবেন এবং তেল-কয়লার ওপর নির্ভরতা কমাতে দরিদ্র দেশগুলোতে সাহায্য করবেন।
জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত দেশগুলো নতুন করে দেওয়া এসব অঙ্গিকারে কতটা ভরসা করতে পারে? - গ্লাসগোতে বিবিসির শাকিল আনোয়ার সেটি জানতে চেয়েছিলেন সেখানে উপস্থিত বিশেষজ্ঞদের কাছে।


আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla