ছয় মাস ধরে বেতন নেই, প্রতীকী ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে পোশাক শ্রমিকরা | BBC Bangla

#BBCBangla
কেউ ছয় মাস আবার কেউ নয় মাসের বেতন পায়নি, এর মধ্যে বন্ধ হয়ে আছে কারখানা। এক দিনে বেতন বোনাস না পাওয়া, অন্যদিকে বাড়িওয়ালা ও পাওনাদারদের চাপ, সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্টাইল ক্রাফট লিমিটেড নামে একটি পোশাক কারখানার প্রায় চার হাজার তিনশ শ্রমিক।
এ অবস্থায় পাওনা টাকা আদায়ের দাবিতে নয় দিন ধরে রাজধানীর শ্রম ভবনের সামনে বিক্ষোভ করছে কারখানাটির শ্রমিকরা। কেউ কেউ ভাড়া বাসা ছেড়ে দিয়ে পরিবার নিয়ে শ্রম ভবনে আশ্রয় নিয়েছেন।
এদিকে শ্রম প্রতিমন্ত্রী বলছেন, মালিক পক্ষের সাথে তিন দফা বৈঠকের পরেও টাকা আদায়ের ব্যাপারে কোন সুরাহা করা যায়নি।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla