বেলুনযুক্ত ড্রোন নিরাপদ মনে করছেন বিশেষজ্ঞরা

ড্রোন এখন অনেকের কাছেই সহজলভ্য৷ পাখির চোখে দুনিয়া দেখার শখ যাদের, তাদের সেই শখ মেটাতে নিত্য নতুন নানা ধরনের ড্রোনও বাজারে আসছে৷ তবে, ড্রোনের নিরাপত্তা এখনো ভাবনার বিষয়৷ বিশেষ করে হঠাৎ কোনো ড্রোন যদি টুপ করে কারো মাথায় পড়ে তাহলে ঘটতে পারে বড় দুর্ঘটনা৷ এই ভয় কাটাতে এবং ড্রোনকে আরো বেশি কার্যকর করতে সেটিতে বেলুন যোগ করেছেন একদল জার্মান গবেষক৷ চলুন জেনে নেই বেলুন ড্রোন কীভাবে কাজ করে৷

#ড্রোন #বেলুন #অন্বেষণ

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali