বিয়ে বাড়ি: বর ও কনের পক্ষের মধ্যে বিবাদ, ঝগড়া থেকে মারামারি কেন? | Bangladesh #Trending | BBC Bangla

#BBCBangla
মাংস নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, গত শনিবারের এই খবরটি নিশ্চয় অনেকেরই নজর কেড়েছে। একটু পেছনে যাওয়া যাক, গত সপ্তাহে আলোড়ন তোলে এই শিরোনামের খবর। এবারো খলনায়ক মাংস, তুমুল বিবাদ থেকে বর-কনের তালাক, তবে পরবর্তীতে পালিয়ে বিয়ে করেন তারা।
বিবিসির সঙ্গে যখন সবশেষ এই দম্পতির কথা হয় তখন তারা জানান বেশ ভালো আছেন এখন দুজনে। কিন্তু সবসময় ব্যাপারটা এমন হয় না। বরং প্রায়শই দেখা যায় তুচ্ছ ও বিচিত্র সব কারণে বিয়ের আসরে বর পক্ষ ও কনে পক্ষের মধ্যে শুরু হয় বিবাদ, তা থেকে হাতাহাতি, সংঘর্ষ, বিচ্ছেদ এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে থাকে।
কিন্তু কেন বিয়ের মতো একটা বন্ধন ঘিরে উৎসব তিক্ততায় রুপ নেয়, চলুন একটু জানার চেষ্টা করি।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla