বিশ্ববিদ্যালয়ে লম্বা চুল কাটা থেকে ভোলার সুন্নতি-ডিফেন্স কাটিং নির্দেশনা কেন? -Bangladesh #Trending

#BBCBangla #Bangladesh #Trending
সাম্প্রতিক সময়ে চুল নিয়ে চুলোচুলি যেন থামছেই না। কোথাও বিশ্ববিদ্যালয় শিক্ষক জোর করে শিক্ষার্থীর চুল কেটে দিচ্ছেন, আবার কোথাও মাদ্রাসার শিক্ষক। এ নিয়ে আলোচনা-সমালোচনাও চলছে সমানে। প্রতিবাদের মুখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে দেখা যাচ্ছে কর্তৃপক্ষকে।
এরই মাঝে ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চুল কাটা নিয়ে রীতিমতো নোটিশ টানিয়ে নির্দেশনা দিয়েছেন এলাকায়, যাতে স্যালন দোকান মালিক ও কারিগরদের উদ্দেশ্যে বলা হয়, সুন্নতি ও ডিফেন্স কাটিং ছাড়া অন্য কোনো হেয়ার কাট দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে সমালোচনার তোপে নোটিশ সরিয়ে নিয়ে ক্ষমাও চেয়েছেন ওই চেয়ারম্যান।​​​​
তবে চুলের কাট নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অনেক আগে থেকেই ছেলেদের বড় চুল, মেয়েদের ছোট চুল কিংবা ব্যতিক্রমী হেয়ারস্টাইল অনেকটা বাঁকা চোখেই দেখা হয়। তবে ভোলার চরফ্যাশনের ঘটনার পর আলোচনায় এসেছে সুন্নতি কাট। চলুন এই হেয়ার কাটটিসহ জেনে নেয়া যাক চুলের আরো নানান কাট সম্পর্কে।


আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla

#hair_styles