বোরকা পরে বাস্কেটবল খেলে ভাইরাল যে নারী | BBC Bangla

#মুসলিম #নারী #খেলা #BBCBangla

জামাদ ফিন মুসলিম নারীদের প্রথাগত পোশাক বোরকা আর হিজাব পরে বাস্কেটবল খেলার একটি ভিডিও তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর তা ব্যাপক জনপ্রিয়তা পায়।
তার ঐ ভিডিও অনেক তরুণ মুসলিম নারীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
জামাদ তার বাস্কেটবল খেলার গল্প ছড়িয়ে দিতে চান, যেন আরো বেশি মুসলিম নারীরা অনুপ্রাণিত হয় এবং আরো বেশি খেলাধূলায় অংশগ্রহণ করে।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla