ইত্যাদির উদ্যোগে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও রেলের অনলাইন টিকেট | ইত্যাদি সোনারগাঁ ২০২১

গত ২৯ অক্টোবর, শুক্রবার-প্রচারিত ইত্যাদিতে একজন রেলযাত্রীর চিঠির সূত্র ধরে রেলের অনলাইন টিকেটে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষা ব্যবহার করার ব্যাপারে ইত্যাদির গৃহিত উদ্যোগে রেল কর্তৃপক্ষ খুব দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। কর্তৃপক্ষের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আজ অর্থাৎ ৩০ অক্টোবর, শনিবার থেকে দেশের সব স্থানেই ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় অনলাইন টিকেট পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে দর্শকরা আমাদের কাছে এই পরিবর্তিত অনলাইন টিকেটের ছবি পাঠিয়ে ইত্যাদি ও রেল কর্তৃক্ষকে ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠাচ্ছেন। আপনাদের এই ভালোবাসাই আমাদের চলার পথের পাথেয়। আপনাদের অনুরোধে চিঠিপত্রের অংশটুকু দেয়া হলো। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনুষ্ঠানটি যেহেতু শুধুমাত্র বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয়েছে তাই অনেক দর্শকই দেখতে পারেননি। এজন্য অনেকেই ইত্যাদির সোনারগাঁ পর্বের ইউটিউব লিংক এবং অনুষ্ঠানটির পুনঃপ্রচারের তারিখ জানতে চেয়েছেন।

ইউটিউবে পুরো অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন: https://youtu.be/Jjwonz_gSfA

আর প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয় ধারণকৃত ইত্যাদির এই পর্বটি দর্শকদের বিশেষ অনুরোধে আবারও পুনঃপ্রচার হবে আগামী ৯ই নভেম্বর, মঙ্গলবার রাত ০৮টার বাংলা সংবাদের পর।

Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.

Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.

#Ityadi #ইত্যাদি #হানিফসংকেত #রেল #রেলওয়ে #রেলওয়েটিকিট #বাংলাদেশরেলওয়ে #BR #BangladeshRailway #OnlineTrainTicket #Train