বিনা পারিশ্রমিকে হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন যে চিকিৎসক | BBC Bangla

#kidney #transplant #BBCBangla


বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো কিডনি প্রতিস্থাপন সার্জারি হয়েছে, তার প্রায় এক-তৃতীয়াংশই করেছেন কিডনি বিশেষজ্ঞ কামরুল ইসলাম।
প্রথম জীবনে কোরবানির গরু, খাসির কিডনি নিয়ে অনুশীলন করতেন ডাক্তার ইসলাম।
অথচ কর্মজীবনের শুরুতে ট্রান্সপ্লান্ট করার ইচ্ছাই ছিল না তার।
গত ১৪ বছরে হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন সার্জারি করলেও পারিশ্রমিক নেননি কখনো।
তার হাসপাতালে কিডনি প্রতিস্থাপন রোগীদের আজীবন বিনামূল্যে 'ফলো আপ' এর সুযোগ দিয়ে থাকেন।
বিবিসি বাংলার নাগিব বাহারের সাথে কথা বলার সময় তিনি জানিয়েছেন কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ হয়ে ওঠার কথা।


আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla