মানুষ কেন পুলিশকে বিশ্বাস করতে চায় না? - Bangladesh #Trending

#BBCBangla #Bangladesh #Trending
পুলিশ জনগণের বন্ধু নাকি পুলিশ ছুঁলে ছত্রিশ ঘা! এই দুটোই ভীষণ প্রচলিত তবে বর্তমান সময়ে এসে পরেরটাতে বিশ্বাসী মানুষের সংখ্যাই কি বেশি? পুলিশের কোন কিছুতেই যেনো আস্থা-বিশ্বাস নেই, মোটামুটি সবকিছু নিয়েই সন্দেহ-সংশয় দেখা যায় বেশ! যেমন এই সাম্প্রতিক ঘটনায় যদি নজর দেই। কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার পর এই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় গণমাধ্যমে। যেখানে একজনকে দেখা যায় গণেশের গদা কাঁধে ঘুরতে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, ইকবাল হোসেন নামের ঐ ব্যক্তি কোরআন শরীফ রেখেছিলো গণেশের পায়ে। পরে তাকে গ্রেপ্তার করা হয় কক্সবাজার থেকে।
এই পুরো ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া যেমন রয়েছে, তেমনি বিষয়টি নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকেই। কেউ বলছেন, সাজানো ঘটনা আবার কেউ কেউ জজ মিয়ার নাটক বলেও মন্তব্য করছেন। সরকারবিরোধী রাজনৈতিক দলের কোনো কোনো নেতাও এ নিয়ে তীর্যক মন্তব্য করেছেন। কিন্তু কেন পুলিশকে মানুষ বিশ্বাস করতে চায় না?


আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla