টিকটক তারকা খ্যাবি লেইমের সাফল্যের রহস্য কী?| BBC Bangla

#BBCBangla
সেনেগাল-বংশোদ্ভূত টিকটক তারকা খ্যাবি লেইম একজন ভাইরাল ব্যক্তিত্ব।

তিনি মূলত, জটিল সব "লাইফ হ্যাকস" এর সহজ উপায় বাতলে দিয়ে এবং তার মুখভঙ্গির জন্য ব্যাপক পরিচিতি পেয়েছেন, তার নাম দ্রুত আন্তর্জাতিক অঙ্গনে উঠে আসে।

২১ বছর বয়সী এই তরুণ নওমি ক্যাম্পবেল এবং গ্রেটা থুনবার্গের সাথেও কাজ করেছেন এবং বর্তমানে তিনি বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় টিকটকার।

কিন্তু কিভাবে তিনি এত দ্রুত খ্যাতি অর্জন করলেন, এবং সেনেগালে তার ভক্তরা তাকে নিয়ে কি ভাবেন?

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla