বাংলাদেশে মানুষ আর আইনের মধ্যে দূরত্ব কেন? | Bangladesh #Trending

#BBCBangla #Bangladesh #Trending
সম্প্রতি আইনের শাসনের সূচকে আরো অবনতি হলো বাংলাদেশের। ১৩৯টি দেশের মধ্যে অবস্থান ১২৪তম, এর আগে যে অবস্থান ছিলো ১২২। যুক্তরাষ্ট্রভিত্তিক যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট- ডব্লিউ.জে.পি প্রকাশিত বৈশ্বিক আইনের শাসন সূচকে এ তথ্য উঠে এসেছে।
তারা সাতটি বিষয় বিবেচনায় নিয়ে আইনের শাসনের এই সূচক করে। একটু সেগুলোতে যদি নজর দেই। রাষ্ট্রীয় ক্ষমতার সীমাবদ্ধতার দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২৫তম, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগের দিক থেকে ১২২তম, ফৌজদারি বিচারের দিক থেকে ১১৭তম, দেওয়ানি বিচার পাওয়ার দিক থেকে ১২৯তম, দুর্নীতি না হওয়ার দিক থেকে ১১২তম, জননিরাপত্তায় ১১১তম এবং সরকারি তথ্য প্রকাশের দিক থেকে ১০২তম অবস্থানে রয়েছে। কিন্তু আইনের শাসনের বাস্তব চিত্র এদেশ আসলে কী? আইন কি মানুষ থেকে দূরে সরে যাচ্ছে নাকি মানুষই আইন বিমুখ হচ্ছে। চলুন জানার চেষ্টা করি।


আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla