প্রসবোত্তর বিষণ্ণতা: এখনও স্টিগমা কাজ করে মায়েদের মধ্যে | BBC Bangla

#BBCBangla

মাতৃত্ব নারীর জীবনে অত্যন্ত আনন্দের একটা বিষয়। তবে অনেকেই এই জীবনটা শুরুতে উপভোগ করতে পারেন না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী- উন্নয়নশীল দেশে প্রতি পাঁচজনে একজন মা প্রসবোত্তর বিষণ্নতায় ভোগেন।
আর আরব বিশ্বে অনেক মা এই সময়টা পার করলেও তাদের জন্য কারো সাহায্য চাওয়ার ক্ষেত্রে স্টিগমা কাজ করে।
আর সে কারণে কোন চিকিৎসা নিতেও তারা দ্বিধাবোধ করেন। নিজেদের প্রসবোত্তর বিষণ্নতা নিয়ে কয়েকজন মা এই বিষয়ে কথা বলেছেন বিবিসির সঙ্গে। বিস্তারিত দেখুন ভিডিওতে।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla