লাল বিহারী: নিজেকে জীবিত প্রমাণের জন্য ১৮ বছর লড়েছেন যিনি || Living Dad Man in India || BBC Bangla

#BBCBangla
লাল বিহারী যে জীবিত আছেন এবং ভালো আছেন - সেটা প্রমাণ করতে ১৮ বছর ধরে তাকে রিতিমতো যুদ্ধ করতে হয়েছে। ১৯৭৬ সালে সরকারি কাগজপত্রে তাকে মৃত দেখানোর পরে লাল বিহারীর জমি তারই পরিবারের এক সদস্য দাবি করে। এরপর থেকে নিজেকে জীবিত প্রমাণের জন্য লড়াই করেছেন লাল বিহারী। বর্তমানে লাল বিহারী তার “এসোসিয়েশন ফর লিভিং ডেড” নামে সংগঠনের মাধ্যমে তার মতো হাজারো মানুষকে সাহায্য করছেন। বিবিসি হিন্দি’র ভিডিও প্রতিবেদক পিযুশ নাগপাল গিয়েছিলেন তার কাছে।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla