ইসরায়েলি-ফিলিস্তিনি বিরোধকে যেভাবে তুলে ধরছেন দুই র‍্যাপার

#BBCBangla একজন ফিলিস্তিনি আরব এবং একজন ইহুদি অধ্যাপক ফিলিস্তিনি-ইসরায়েলি সংকটের নানা মৌলিক কারণগুলো অপ্রচলিত পন্থায় তুলে ধরছেন। ‘লেটস টক স্ট্রেইট’ ( খোলামেলা কথা হোক) শিরোনামে তাদের র‍্যাপ সঙ্গীতে সামেহ জাকাউত এবং উরিয়া রোজম্যান দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্যের দিকগুলো খোঁজার বদলে পরস্পরের প্রতি লুকানো বিরূপ কিছু ধারণা তুলে ধরেছেন। এই গানের মাধ্যমে দুই বৈরি সম্প্রদায়ের তরুণদের মনোজগতে পরিবর্তনের সূচনাই তাদের লক্ষ্য। তাদের সাথে কথা বলেন বিবিসির মুরাদ শাশানি



আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla