Assam Muslim Eviction: গুলি করে মুসলিম উচ্ছেদ করে খামার করছে বিজেপি | BBC Bangla

#BBCBangla #Assam
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের দরং জেলায় উচ্ছেদ অভিযানের সময় পুলিশের গুলিতে নিহত হবার ঘটনা বেশ তোলপাড় সৃষ্টি করেছে। এই ঘটনার ভিডিও অনেকে ফেসবুকে দেখেছে। একই ঘটনায় আরো এক গ্রামবাসী মারা যান। স্বজন হারানো পরিবারগুলো একদিকে শোকার্ত, অন্যদিকে জমি থেকে উচ্ছেদ হওয়া মুসলিম পরিবারগুলো খাদ্য সংকটে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। কিন্তু তারপরেও সে জমিতে আসামের বিজেপি সরকার শুরু করেছে বিশাল কৃষি খামার তৈরির কাজ। দরং জেলার ধলপুর গ্রামের পরিস্থিতি দেখতে বিবিসির অমিতাভ ভট্টশালী গিয়েছিলেন দরং জেলার ধলপুর গ্রামে।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali​​​

https://facebook.com/BBCBengaliService​​​

https://twitter.com/bbcbangla

#Assam_Muslim